ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সেই নৌ প্রকৌশলী বরখাস্ত !

0
23

নিউজ ডেস্ক:

নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই আদেশ ১৮ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে, গত ১৭ ‍জুলাই মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদফতরের কার্যালয়ে বসে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করে দুদুক।

পরে ওই ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।