শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

জঙ্গি সোহেল মাহফুজ ফের রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেলকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ডের আদেশ দেন।
এদিন সোহেল মাহফুজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এর আগে গত ২৫ জুলাই সোহেল মাহফুজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৭ জুলাই গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কনী এলাকার ফজলুর রহমানের আমবাগানের টং ঘর থেকে তিন সহযোগীসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ জুলাই দুপুরে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত ৯ জুলাই সোহেল মাহফুজের সাত দিন এবং ১৭ জুলাই ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ জুলাই গুলশান হামলার পরিকল্পনা ও অস্ত্র যোগানের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই ভোর রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় আরেকজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায়  মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার এজাহার আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ মামলায় সোহেল মাহফুজকে শনিবার রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জঙ্গি সোহেল মাহফুজ ফের রিমান্ডে !

আপডেট সময় : ১১:২৮:০৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেলকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ডের আদেশ দেন।
এদিন সোহেল মাহফুজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এর আগে গত ২৫ জুলাই সোহেল মাহফুজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৭ জুলাই গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কনী এলাকার ফজলুর রহমানের আমবাগানের টং ঘর থেকে তিন সহযোগীসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ জুলাই দুপুরে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত ৯ জুলাই সোহেল মাহফুজের সাত দিন এবং ১৭ জুলাই ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ জুলাই গুলশান হামলার পরিকল্পনা ও অস্ত্র যোগানের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই ভোর রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় আরেকজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায়  মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার এজাহার আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ মামলায় সোহেল মাহফুজকে শনিবার রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।