মুক্তি পেল ‘থর’ এর ট্রেলার !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুপারহিরো মুভির ভক্তদের জন্য সুখবর যে, সম্প্রতি ‘থর: রাগনারক’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এবার প্রথমবার মতো হাল্কের মুখে কথাও শোনা গেল। এর আগে হাল্কের নানা ছবি এবং অ্যাভেঞ্জার্স ছবিগুলিতে হাল্কের উপস্থিতি থাকলেও কখনো তার কথা শোনা যায়নি।

এবার থরের ভূমিকায় রয়েছেন ক্রিস হেমসওয়র্থ, লোকির ভূমিকায় টম হিডেলস্টন এবং থরের ভূমিকায় মার্ক রুফালো অভিনয় করছেন। থরকে এত দিন যে ভাবে দেখতে অভ্যস্থ ছিলেন দর্শকরা, এ ছবিতে তেমনটা দেখবেন না। লম্বা চুল কেটে ছোট করা হয়েছে। তথাকথিত দেবতা হয়েও দেবী হেলা-র (কেট ব্ল্যানশেট) দাপটে তাঁকে পালিয়ে বেড়াতে হয়। গ্ল্যাডিয়েটর হয়ে লড়তে হয় হাল্কের সঙ্গে। থরের অস্ত্র সেই বিখ্যাত হ্যামারও ভেঙে টুকরো টুকরো করে দেন হেলা। এমনই টানা টুইস্ট রয়েছে গল্পে। শেষ পর্যন্ত কী হয় তা জানতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ট্রেলারটি-


ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুক্তি পেল ‘থর’ এর ট্রেলার !

আপডেট সময় : ০১:০০:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

সুপারহিরো মুভির ভক্তদের জন্য সুখবর যে, সম্প্রতি ‘থর: রাগনারক’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এবার প্রথমবার মতো হাল্কের মুখে কথাও শোনা গেল। এর আগে হাল্কের নানা ছবি এবং অ্যাভেঞ্জার্স ছবিগুলিতে হাল্কের উপস্থিতি থাকলেও কখনো তার কথা শোনা যায়নি।

এবার থরের ভূমিকায় রয়েছেন ক্রিস হেমসওয়র্থ, লোকির ভূমিকায় টম হিডেলস্টন এবং থরের ভূমিকায় মার্ক রুফালো অভিনয় করছেন। থরকে এত দিন যে ভাবে দেখতে অভ্যস্থ ছিলেন দর্শকরা, এ ছবিতে তেমনটা দেখবেন না। লম্বা চুল কেটে ছোট করা হয়েছে। তথাকথিত দেবতা হয়েও দেবী হেলা-র (কেট ব্ল্যানশেট) দাপটে তাঁকে পালিয়ে বেড়াতে হয়। গ্ল্যাডিয়েটর হয়ে লড়তে হয় হাল্কের সঙ্গে। থরের অস্ত্র সেই বিখ্যাত হ্যামারও ভেঙে টুকরো টুকরো করে দেন হেলা। এমনই টানা টুইস্ট রয়েছে গল্পে। শেষ পর্যন্ত কী হয় তা জানতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ট্রেলারটি-