বিপ্লব নাথ (চট্টগ্রাম): চট্টগ্রামে বাসায় ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ হত্যার ঘটনায় তিনদিন পর মামলা করেছেন তার বাবা আব্দুল খালেক। মঙ্গলবার বিকালে নগরের আকবর শাহ থানায় এ মামলা দায়ের করেন তিনি।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ মঙ্গলবার (১৮.০৭.২০১৭) বিকালে আতিফের বাবা থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে ঘটনার দিন রাতে পার্টিতে যারা উপস্থিত ছিল, তাদেরসহ আটজনকে সন্দেহের তালিকায় রেখেছেন মামলার বাদী।’
খোঁজ নিয়ে জানা গেছে, ওই রাতে আতিফের বান্ধবী জয়ৎসনা দেবি ছাড়াও পার্টিতে ছিলেন- আতিফের বন্ধু উইনসন সিং ও নিরাজ এবং তার সহপাঠী মালিম, রোনাল্ড ও প্রভাকর।
আতিফ খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডাক্তার নুরুল আবছার বলেন, ‘আমরা নিরাজ ও জয়ৎসনা দেবির জবানবন্দি রেকর্ড করেছি। তারা জানিয়েছে, ওই পার্টিতে রোনাল্ড, মালিম ও প্রভাকর অংশ নিয়ে ছিলেন। তবে রোনাল্ড, মালিম ও প্রভাকর ঘটনার ঘণ্টা খানেক আগে ফ্ল্যাট ত্যাগ করেন বলেও জানিয়েছেন নিরাজ ও জয়ৎসনা।’
এদিকে, ছেলে খুন হওয়ার পর আজ আতিফের মা-বাবা চট্টগ্রামে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
এর আগে গত শুক্রবার গভীর রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলা থেকে রক্তাক্ত অবস্থায় ভারতীয় নাগরিক আতিফ শেখ ও উইলসন সিংকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আতিফকে মৃত ঘোষণা করা হয়।
আব্দুল হামিদ সড়কের ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের এক কক্ষে আতিফ ও আহত ভারতীয় ছাত্র উইলসন (২৬) থাকতেন। ওই ফ্ল্যাটেই পাশের কক্ষে মেয়ে বন্ধুকে নিয়ে থাকেন আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু। নিরাজের মেয়ে বন্ধুও ভারতীয় এবং তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির ছাত্র। এদের চারজনেরই বাড়ি ভারতের মণিপুরে।
রবিবার
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ