মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে এ বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ওজোপাডিকোলিঃ বিদ্যুৎ শ্রমিকলীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সংঠনের কার্যকারী সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারন সম্পাদক ইকবাল কবীর রঞ্জু প্রমুখ। এসময় সেখানে ওজোপাডিকোলিঃ বিদ্যুৎ শ্রমিকলীগের সহ-সভাপতি মাহমুদ আহমেদ খান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, অর্থ বিষযক সম্পাদক মজিরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউফিায়েড সার্ভিস রুলে কর্মচারীদের টিফিন ভাতা, করসপন্টেল স্কেল, নন-টেকনিক্যাল নিরাপত্তা প্রহরীদের অধিকাল ভাতা, পিচরেটদের চাকুরি নিশ্চিত এবং এসবিএ পদে নিয়োগ প্রদানসহ দাবীগুলো অবিলম্বে কার্যকর করার আহবান জানান।
বুধবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ