শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

কৃষকদের মতো প্রধানমন্ত্রীর স্বপ্নও ভেঙে যাবে !

  • আপডেট সময় : ০২:২৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষকদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নও ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলে ভারতীয় পাহাড়ি ঢলে কৃষকদের ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওই এলাকাকে রাষ্ট্রীয়ভাবে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী ভারত-ভুটান সফরে যেতে পারেন, অথচ হাওড় অঞ্চলে যেতে পারেন না, যে কৃষকরা এ দেশের প্রাণ তাদের পাশে দাঁড়ান না। হাওড় অঞ্চলের কৃষকদের স্বপ্ন যেমন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তেমনিভাবে আপনার অবৈধ ক্ষমতাও একদিন গণমানুষের চাপে গণবিস্ফোরণের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগেই হাওড় অঞ্চলে দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ কি করুণ বিষয়, তিনি সেখানে যাননি! ভারত গিয়ে আজমির শরিফ, দিল্লি যেতে পারেন, অথচ হাওড় অঞ্চলে যেতে পারেন না। আজ আবার তিনি সেখানে না গিয়েই ভুটান গেছেন।’

দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হাওড় অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ায়নি। আমাদের দলের মহাসচিব দুর্গত অঞ্চলগুলো সরেজমিনে দেখে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’

আয়োজক সংগঠনের সহসভাপতি এ এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, মিয়া মো. আনোয়ার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

কৃষকদের মতো প্রধানমন্ত্রীর স্বপ্নও ভেঙে যাবে !

আপডেট সময় : ০২:২৩:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষকদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নও ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলে ভারতীয় পাহাড়ি ঢলে কৃষকদের ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ওই এলাকাকে রাষ্ট্রীয়ভাবে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী ভারত-ভুটান সফরে যেতে পারেন, অথচ হাওড় অঞ্চলে যেতে পারেন না, যে কৃষকরা এ দেশের প্রাণ তাদের পাশে দাঁড়ান না। হাওড় অঞ্চলের কৃষকদের স্বপ্ন যেমন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তেমনিভাবে আপনার অবৈধ ক্ষমতাও একদিন গণমানুষের চাপে গণবিস্ফোরণের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগেই হাওড় অঞ্চলে দুর্গত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অথচ কি করুণ বিষয়, তিনি সেখানে যাননি! ভারত গিয়ে আজমির শরিফ, দিল্লি যেতে পারেন, অথচ হাওড় অঞ্চলে যেতে পারেন না। আজ আবার তিনি সেখানে না গিয়েই ভুটান গেছেন।’

দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হাওড় অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ায়নি। আমাদের দলের মহাসচিব দুর্গত অঞ্চলগুলো সরেজমিনে দেখে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা তার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’

আয়োজক সংগঠনের সহসভাপতি এ এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, মিয়া মো. আনোয়ার প্রমুখ।