শিরোনাম :
Logo শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা Logo সাতক্ষীরায় মেয়েকে তুলে নেওয়ার চেষ্টায় বাধা, মায়ের মাথা ফাটাল বখাটেরা Logo প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান Logo পলাশবাড়ীর আলোচিত ২২ কোটি টাকার মন্দির প্রতিষ্ঠাতা ‘হরিদাস’ সাধু নাকি প্রতারক। Logo খুবি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ামিন Logo পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo প্রবাসীর ফলের বাগানের বেড়া ভেঙে প্রাণনাশের হুমকি পঞ্চগড়ে Logo শহিদুল আলমকে উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব: উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মুনসুর আলীর পাশে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo আসবাবপত্র লোপাটের চেষ্টাকালে জব্দ, অভিযোগের তীর যবিপ্রবির উপ রেজিস্ট্রার জাহাঙ্গীরের দিকে

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:০৫ অপরাহ্ণ, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কৃষকরা এই ফারমার্স কার্ডের মাধ্যমে সমস্ত সরকারি ও আর্থিক সেবা পাবেন।”

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ বিএনপিকে ভোট দিয়ে একটি স্থিতিশীল ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে কোনো হানাহানি, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না। দেশ চলবে জনগণের ইচ্ছায়, গণতন্ত্রের নীতিতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

এই ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কৃষকদের গবাদিপশুর চিকিৎসা, টিকা ও পরামর্শ সেবা দেওয়া হয়। বিএনপি নেতারা জানান, কৃষকদের সহযোগিতা ও সেবার মাধ্যমে তারা মাঠ পর্যায়ে জনগণের পাশে দাঁড়াতে চান, যাতে কৃষকবান্ধব নীতিকে বাস্তব রূপ দেওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৯:০৬:০৫ অপরাহ্ণ, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কৃষকরা এই ফারমার্স কার্ডের মাধ্যমে সমস্ত সরকারি ও আর্থিক সেবা পাবেন।”

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ বিএনপিকে ভোট দিয়ে একটি স্থিতিশীল ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে কোনো হানাহানি, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না। দেশ চলবে জনগণের ইচ্ছায়, গণতন্ত্রের নীতিতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

এই ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কৃষকদের গবাদিপশুর চিকিৎসা, টিকা ও পরামর্শ সেবা দেওয়া হয়। বিএনপি নেতারা জানান, কৃষকদের সহযোগিতা ও সেবার মাধ্যমে তারা মাঠ পর্যায়ে জনগণের পাশে দাঁড়াতে চান, যাতে কৃষকবান্ধব নীতিকে বাস্তব রূপ দেওয়া যায়।