৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে শনিবার সকাল থেকে রোববার সকাল (৩ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একই সংগঠনের আরও ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।৫ আগস্ট কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সারাদেশেই পুলিশের বিশেষ অভিযান চলছে, বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, উস্কানি ও সংঘবদ্ধ তৎপরতার অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
























































