রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর তফসিল ঘোষণায় প্রশাসনের গড়িমসি ও আওয়ামী সিন্ডিকেট অপসারণে প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে দ্রুত মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে রাকসুর নির্বাচনী তফসিল আদায়ে শিগগিরই আন্দোলনে নামবেন তাঁরা।
মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ হুশিয়ারি দেন শিবিরের সভাপতি।
পোস্টে তিনি লিখেছেন, গত বছর ১৬ জুলাই আমরা সকলে মিলে যেভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাড়িয়েছি সেভাবে কি সবাই মিলে জুলাই বেইজড ক্যাম্পাস সাজাতে পেরেছি? ক্যাম্পাসে নীতিনির্ধারণী জায়গাগুলোতে এখনো আওয়ামীলীগ বসা। আওয়ামী সিন্ডিকেট বাতিল করতে হন্যে হয়ে নাকি ‘আইন'(বলার জন্য বলা) খুঁজছে প্রশাসন।
এদিকে ৩০ জুনের মধ্যে রাকসুর তফসিল ঘোষণার কথা ছিলো। কিন্তু সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও আজ ১৫ দিন পেরিয়ে গেছে। রাকসুর তফসিল ঘোষণার হদিস নেই।কোনো এক অদৃশ্য দড়িতে প্রশাসনের নাকি হাত-পা বাঁধা।প্রশাসনকে বলবো এসব ‘পলিটিকাল ডিলে’ বাদ দিন।এই ‘গড়িমসি’গুলোই গত তিন দশক ধরে রাকসু অকার্যকর রেখেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গত ফেব্রুয়ারি মাসে জানানো হয়, জুন মাসের ৩য় বা ৪র্থ সপ্তাহে রাকসু নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন, রাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো বাকি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়নসহ ইত্যাদি কার্যক্রম করতে দেখা যায়নি।