শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সাময়িক বহিষ্কার খুবির নোমান

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্র মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩ মে) বিকালে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সকল সদস্য এই ঘটনার তীব্র নিন্দা জানান। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী নোমানের বিরুদ্ধে এটেম্পট টু মার্ডারের মামলা করা হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ রেখে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত ছাত্রকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আহত শিক্ষক হাসান মাহমুদ সাকিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিটি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “এই ধরনের ঘটনা খুলনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী। আমরা ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া যায় না। দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা একমত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সাময়িক বহিষ্কার খুবির নোমান

আপডেট সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্র মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩ মে) বিকালে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সকল সদস্য এই ঘটনার তীব্র নিন্দা জানান। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী নোমানের বিরুদ্ধে এটেম্পট টু মার্ডারের মামলা করা হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ রেখে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত ছাত্রকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আহত শিক্ষক হাসান মাহমুদ সাকিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিটি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, “এই ধরনের ঘটনা খুলনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী। আমরা ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া যায় না। দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা একমত।