শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

হোটেল থেকে পালানোর পর গ্রেপ্তার ভারতীয় অভিনেতা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে
হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে দেখেই তিনতলা থেকে ঝাঁপ দেন অভিনেতা, পালানোর চেষ্টা করেন। সেই খবরের পর কোচি সিটি পুলিশ শনিবার (১৯ এপ্রিল) বিশিষ্ট মালয়ালম চলচ্চিত্র অভিনেতা টম চাকোকে মাদকের অভিযোগে গ্রেপ্তার করেছে। ২০১৫ সালের কোকেন মামলায় সম্প্রতি খালাস পাওয়া চাকোর বিরুদ্ধে এটি দ্বিতীয় মাদক মামলা।

কোচি সিটি পুলিশ জানিয়েছে, ভারতের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স বা এনডিপিএস আইনে চাকোকে গ্রেপ্তার করা হয়েছে। তার চ্যাট এবং ডিজিটাল পেমেন্টের বিশদ বিবরণ পুলিশকে মাদক পাচারকারীদের সাথে অভিনেতার সম্পর্ককে প্রাথমিকভাবে সংযুক্ত করতে সহায়তা করেছিল। বুধবার রাতে কোচিতে নিজের হোটেলে পুলিশি অভিযানের সময় চাকো পালিয়ে যাওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়।

হোটেলের সিসিটিভিতে চাকোকে হোটেল থেকে দৌড়ে বের হতে দেখা গেছে, যেখানে পুলিশ মাদক ব্যবসায়ীর উপস্থিতি সন্দেহ করেছিল। পরে পুলিশ চাকোকে নোটিশ দিলে শনিবার সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

হোটেলে থাকার কথা স্বীকার করলেও অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে ওই হোটেলের চারতলায় একটি রুমে ছিলেন টম।

হোটেলের রেজিস্ট্রার থেকে অভিনেতার নামে একটি ঘর বুক করা ছিল বলেও জানা গিয়েছে।

অন্যদিকে, মালায়ালাম অভিনেত্রী ভিন্সি অ্যালোসিয়াস, অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস (এএমএমএ) এর কাছে অভিযোগ করার পরে এই বিষয়টি আরও মনোযোগ আকর্ষণ করে। অভিনেত্রী অভিযোগ করেন, চাকো তার সাথে অতিরিক্ত ড্রাগস আসক্ত হওয়ার কারণেই ‘দুর্ব্যবহার’ করেছেন। এমনকি সেই সিনেমার ফ্লোরে ড্রাগস বিতর্ক নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

হোটেল থেকে পালানোর পর গ্রেপ্তার ভারতীয় অভিনেতা

আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে দেখেই তিনতলা থেকে ঝাঁপ দেন অভিনেতা, পালানোর চেষ্টা করেন। সেই খবরের পর কোচি সিটি পুলিশ শনিবার (১৯ এপ্রিল) বিশিষ্ট মালয়ালম চলচ্চিত্র অভিনেতা টম চাকোকে মাদকের অভিযোগে গ্রেপ্তার করেছে। ২০১৫ সালের কোকেন মামলায় সম্প্রতি খালাস পাওয়া চাকোর বিরুদ্ধে এটি দ্বিতীয় মাদক মামলা।

কোচি সিটি পুলিশ জানিয়েছে, ভারতের নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স বা এনডিপিএস আইনে চাকোকে গ্রেপ্তার করা হয়েছে। তার চ্যাট এবং ডিজিটাল পেমেন্টের বিশদ বিবরণ পুলিশকে মাদক পাচারকারীদের সাথে অভিনেতার সম্পর্ককে প্রাথমিকভাবে সংযুক্ত করতে সহায়তা করেছিল। বুধবার রাতে কোচিতে নিজের হোটেলে পুলিশি অভিযানের সময় চাকো পালিয়ে যাওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়।

হোটেলের সিসিটিভিতে চাকোকে হোটেল থেকে দৌড়ে বের হতে দেখা গেছে, যেখানে পুলিশ মাদক ব্যবসায়ীর উপস্থিতি সন্দেহ করেছিল। পরে পুলিশ চাকোকে নোটিশ দিলে শনিবার সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

হোটেলে থাকার কথা স্বীকার করলেও অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে ওই হোটেলের চারতলায় একটি রুমে ছিলেন টম।

হোটেলের রেজিস্ট্রার থেকে অভিনেতার নামে একটি ঘর বুক করা ছিল বলেও জানা গিয়েছে।

অন্যদিকে, মালায়ালাম অভিনেত্রী ভিন্সি অ্যালোসিয়াস, অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস (এএমএমএ) এর কাছে অভিযোগ করার পরে এই বিষয়টি আরও মনোযোগ আকর্ষণ করে। অভিনেত্রী অভিযোগ করেন, চাকো তার সাথে অতিরিক্ত ড্রাগস আসক্ত হওয়ার কারণেই ‘দুর্ব্যবহার’ করেছেন। এমনকি সেই সিনেমার ফ্লোরে ড্রাগস বিতর্ক নিয়েও নানা প্রশ্ন উঠেছে।