শিরোনাম :
Logo অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য করণীয় Logo ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শপথ অনুষ্ঠান Logo পাবিপ্রবি’র বার্ষিক ক্রীড়া ও শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম Logo নতুন ছাত্র সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম Logo কচুয়ার মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইসিই Logo দাবি আদায়ে অনড় আহতরা, ঘোষণা না এলে অবস্থান চলবে Logo সুন্দরবনের হরিণ শিকারীরা ধরাছোঁয়ার বাইরে Logo ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

পাবিপ্রবি’র বার্ষিক ক্রীড়া ও শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে দুইদিনব্যাপী “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫”র পুরস্কার বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে “শহীদ জাহিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”র পুরস্কার বিতরণ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় খেলার মাঠে দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এবং অর্থনীতি বিভাগ। রিজার্ভ ডে তেও খেলা সম্পন্ন না হওয়ায়, দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

 

আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক, ক্রিকেট খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শফিউল আজম এবং শহীদ জাহিদের বাবা ও ভাই।

 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “খেলাধুলার মাধ্যমেই ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি বিষয়ে আমাদের সহনশীল হতে হবে। তিনি বলেন, সামনে রোজার কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের স্বল্পতম সময়ের মধ্যে করতে হয়েছে। আগামী বছর আরও প্রাণবন্ত ও ভালোভাবে খেলা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ খেলা পরিচালনায় যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল উৎসবমুখর, আনন্দঘন এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

 

দৌঁড় প্রতিযোগিতা, হাই ও লং জাম্প, রিলে দৌঁড়, বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপ এবং সাঁতার প্রতিযোগিতাসহ প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে খেলাগুলো মাঠে বসে উপভোগ করেন।

 

১২ ফেব্রুয়ারী শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন ইইই বিভাগের আবু আইয়ুন।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহীদ হন। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য করণীয়

পাবিপ্রবি’র বার্ষিক ক্রীড়া ও শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে দুইদিনব্যাপী “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫”র পুরস্কার বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে “শহীদ জাহিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”র পুরস্কার বিতরণ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় খেলার মাঠে দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এবং অর্থনীতি বিভাগ। রিজার্ভ ডে তেও খেলা সম্পন্ন না হওয়ায়, দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

 

আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক, ক্রিকেট খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শফিউল আজম এবং শহীদ জাহিদের বাবা ও ভাই।

 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, “খেলাধুলার মাধ্যমেই ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি বিষয়ে আমাদের সহনশীল হতে হবে। তিনি বলেন, সামনে রোজার কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের স্বল্পতম সময়ের মধ্যে করতে হয়েছে। আগামী বছর আরও প্রাণবন্ত ও ভালোভাবে খেলা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ খেলা পরিচালনায় যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল উৎসবমুখর, আনন্দঘন এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়ে আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

 

দৌঁড় প্রতিযোগিতা, হাই ও লং জাম্প, রিলে দৌঁড়, বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপ এবং সাঁতার প্রতিযোগিতাসহ প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে খেলাগুলো মাঠে বসে উপভোগ করেন।

 

১২ ফেব্রুয়ারী শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন ইইই বিভাগের আবু আইয়ুন।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহীদ হন। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।