সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo ২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছে ১১ লাখ ১৬ হাজারের বেশি কর্মী, রেমিট্যান্স এসেছে ১৫,৭৯১ মিলিয়ন ডলার Logo চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারী Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন Logo চুয়াডাঙ্গা ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাপছে, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি Logo চুয়াডাঙ্গা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব, মো: শরীফুজ্জামান শরীফ এর মনোনয়ন ফর্ম জমা Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ, মতলব উত্তর উপজেলা শাখার শপথ অনুষ্ঠান Logo আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের

৪৬তম সায়েন্স শো মাতালেন রাবির তরুণ বিজ্ঞানীরা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে চমক দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এসময় মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স শো প্রদর্শন করেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবিউস-সানি স্বপনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল। সায়েন্স শোতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আবদুল্লাহ আল মামুন অন্তু এবং মো. সোহান তানভীর।

আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল ‘ইনস্ট্যান্ট আইস’, ‘ভ্যানিশিং গ্লাস’, ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’। এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়।

সায়েন্স শোতে অংশ নেওয়া ক্লাব সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা রাবি সায়েন্স ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং সম্মানের। এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা, আর আগামীতেও তারা বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুণ কুমার বসাক বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতিসহ আরো অনেকে। উল্লেখ্য, সায়েন্স শো প্রদর্শন ১৮ জুন শুরু হয়ে চলেছে ২০ জুন পর্যন্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছে ১১ লাখ ১৬ হাজারের বেশি কর্মী, রেমিট্যান্স এসেছে ১৫,৭৯১ মিলিয়ন ডলার

৪৬তম সায়েন্স শো মাতালেন রাবির তরুণ বিজ্ঞানীরা

আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে চমক দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এসময় মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স শো প্রদর্শন করেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবিউস-সানি স্বপনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল। সায়েন্স শোতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আবদুল্লাহ আল মামুন অন্তু এবং মো. সোহান তানভীর।

আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল ‘ইনস্ট্যান্ট আইস’, ‘ভ্যানিশিং গ্লাস’, ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’। এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়।

সায়েন্স শোতে অংশ নেওয়া ক্লাব সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা রাবি সায়েন্স ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং সম্মানের। এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা, আর আগামীতেও তারা বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুণ কুমার বসাক বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতিসহ আরো অনেকে। উল্লেখ্য, সায়েন্স শো প্রদর্শন ১৮ জুন শুরু হয়ে চলেছে ২০ জুন পর্যন্ত।