নওগাঁর পত্নীতলায় পিকাপ ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০) জুন ভোর আনুমানিক ৪.৩০ মিনিটের দিকে নজিপুর – বদলগাছী সড়কের খিরসিন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পিকআপ ভুটভুটি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে জসিম (৩৭) । তার সাথে কেউ ছিলো না। সে একাই পিকআপ ডাইভিং করতেছিল এমন টাই জানা গেছে। দুর্ঘটনা স্থান থেকে নিহত জসিমকে ফায়ার সার্ভিস উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে লাশটি পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং নিহতের পরিবারকে দুর্ঘটনা কথা জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।


























































