শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে যেসব ভয়ঙ্কর রোগ হতে পারে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এটি সাময়িক অস্বস্তি তৈরি করার পাশাপাশি দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার ভয়াবহ সমস্যাগুলো নিচে বর্ণনা করা হলো:

১. মূত্রাশয়ের সংক্রমণ (UTI – Urinary Tract Infection): দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া জমে যায় এবং সংক্রমণের (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন – UTI) ঝুঁকি বাড়ে। লক্ষণগুলো হলো:

প্রস্রাব করতে গেলে জ্বালা-পোড়া
পেটের নিচের অংশে ব্যথা
প্রস্রাবে দুর্গন্ধ বা ঘোলা রঙ

২. কিডনির সমস্যা ও পাথর: প্রস্রাব চেপে রাখলে কিডনিতে অতিরিক্ত চাপ পড়ে, যা কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস থাকলে কিডনিতে পাথর (Kidney Stones) জমার ঝুঁকি বাড়ে।

৩. মূত্রাশয়ের কার্যক্ষমতা কমে যাওয়া: প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে মূত্রাশয়ের পেশিগুলো দুর্বল হয়ে যায়, ফলে পরে প্রস্রাব বের করতে অসুবিধা হতে পারে।
এটি ওভারফ্লো ইনকন্টিনেন্স (Overflow Incontinence) তৈরি করতে পারে, যেখানে প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে যায়।

৪. প্রস্রাবে রক্তপাত ও মূত্রনালির ক্ষতি: অতিরিক্ত প্রস্রাব জমে থাকলে মূত্রনালি বা ব্লাড ভেসেল ফেটে রক্তপাত হতে পারে। এটি হেমাটুরিয়া (Hematuria) নামক সমস্যার কারণ হতে পারে, যেখানে প্রস্রাবে রক্ত দেখা যায়।

৫. মূত্রথলির ফেটে যাওয়ার ঝুঁকি: অত্যন্ত বিরল হলেও চরম পর্যায়ে প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি ফেটে যেতে পারে, যা জীবনঘাতী হতে পারে এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার প্রয়োজন হয়।

৬. প্রস্রাবে নিয়ন্ত্রণ হারানো (Urinary Incontinence): প্রায়ই প্রস্রাব আটকে রাখার ফলে মূত্রাশয়ের পেশিগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে নিয়ন্ত্রণহীন প্রস্রাব বেরিয়ে যাওয়ার সমস্যা (Incontinence) হতে পারে।

কখনই প্রস্রাব চেপে রাখা উচিত নয়!
দীর্ঘ সময় ধরে কাজ করার সময় প্রস্রাব চেপে রাখা বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে গর্ভবতী নারী, ডায়াবেটিস রোগী, কিডনি বা প্রস্রাব সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রস্রাব চেপে না রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রতিরোধ ও সচেতনতা
দিনে ৮-১০ গ্লাস পানি পান করা
প্রস্রাবের বেগ পেলেই দ্রুত শৌচাগারে যাওয়া
প্রস্রাব আটকে রাখার অভ্যাস এড়িয়ে চলা
বারবার UTI হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে সাময়িক অস্বস্তি তো হয়ই, পাশাপাশি মূত্রথলি, কিডনি ও মূত্রনালির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই প্রস্রাবের বেগ পেলেই তাৎক্ষণিকভাবে ত্যাগ করাই স্বাস্থ্যকর অভ্যাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে যেসব ভয়ঙ্কর রোগ হতে পারে

আপডেট সময় : ০৪:৪০:০১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এটি সাময়িক অস্বস্তি তৈরি করার পাশাপাশি দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার ভয়াবহ সমস্যাগুলো নিচে বর্ণনা করা হলো:

১. মূত্রাশয়ের সংক্রমণ (UTI – Urinary Tract Infection): দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া জমে যায় এবং সংক্রমণের (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন – UTI) ঝুঁকি বাড়ে। লক্ষণগুলো হলো:

প্রস্রাব করতে গেলে জ্বালা-পোড়া
পেটের নিচের অংশে ব্যথা
প্রস্রাবে দুর্গন্ধ বা ঘোলা রঙ

২. কিডনির সমস্যা ও পাথর: প্রস্রাব চেপে রাখলে কিডনিতে অতিরিক্ত চাপ পড়ে, যা কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস থাকলে কিডনিতে পাথর (Kidney Stones) জমার ঝুঁকি বাড়ে।

৩. মূত্রাশয়ের কার্যক্ষমতা কমে যাওয়া: প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে মূত্রাশয়ের পেশিগুলো দুর্বল হয়ে যায়, ফলে পরে প্রস্রাব বের করতে অসুবিধা হতে পারে।
এটি ওভারফ্লো ইনকন্টিনেন্স (Overflow Incontinence) তৈরি করতে পারে, যেখানে প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে যায়।

৪. প্রস্রাবে রক্তপাত ও মূত্রনালির ক্ষতি: অতিরিক্ত প্রস্রাব জমে থাকলে মূত্রনালি বা ব্লাড ভেসেল ফেটে রক্তপাত হতে পারে। এটি হেমাটুরিয়া (Hematuria) নামক সমস্যার কারণ হতে পারে, যেখানে প্রস্রাবে রক্ত দেখা যায়।

৫. মূত্রথলির ফেটে যাওয়ার ঝুঁকি: অত্যন্ত বিরল হলেও চরম পর্যায়ে প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি ফেটে যেতে পারে, যা জীবনঘাতী হতে পারে এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার প্রয়োজন হয়।

৬. প্রস্রাবে নিয়ন্ত্রণ হারানো (Urinary Incontinence): প্রায়ই প্রস্রাব আটকে রাখার ফলে মূত্রাশয়ের পেশিগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে নিয়ন্ত্রণহীন প্রস্রাব বেরিয়ে যাওয়ার সমস্যা (Incontinence) হতে পারে।

কখনই প্রস্রাব চেপে রাখা উচিত নয়!
দীর্ঘ সময় ধরে কাজ করার সময় প্রস্রাব চেপে রাখা বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে গর্ভবতী নারী, ডায়াবেটিস রোগী, কিডনি বা প্রস্রাব সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রস্রাব চেপে না রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রতিরোধ ও সচেতনতা
দিনে ৮-১০ গ্লাস পানি পান করা
প্রস্রাবের বেগ পেলেই দ্রুত শৌচাগারে যাওয়া
প্রস্রাব আটকে রাখার অভ্যাস এড়িয়ে চলা
বারবার UTI হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে সাময়িক অস্বস্তি তো হয়ই, পাশাপাশি মূত্রথলি, কিডনি ও মূত্রনালির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই প্রস্রাবের বেগ পেলেই তাৎক্ষণিকভাবে ত্যাগ করাই স্বাস্থ্যকর অভ্যাস।