রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম বিষয়ক সম্পাদক মো. রেদওয়ান ইসলাম রিদয়ের উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে থাকা পথশিশুদের হাতে বই, খাতা, পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ এবং ফুটবলসহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খালেদা জিয়া হল সংসদের সাবেক জিএস পদপ্রার্থী ফৌজিয়া আকন্দ সিনথিয়া।
অনুষ্ঠান শেষে রেদওয়ান ইসলাম রিদয় বলেন,
“তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি মানবিক মূল্যবোধ ও শিক্ষাবান্ধব চিন্তার প্রতীক। তাঁর জন্মদিনে এমন কাজ করতে চেয়েছি, যা সরাসরি সমাজের উপকারে আসে। পথশিশুদের পাশে দাঁড়ানো উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম ধাপ। প্রতিটি শিশুরই শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। রাজনীতি মানুষের জীবনে আলো ছড়াবে—এটাই আমাদের বিশ্বাস।”
তিনি আরও বলেন, ছাত্রদল মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সক্রিয় থাকতে চায় এবং ভবিষ্যতেও এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে।
কর্মসূচিকে ঘিরে পথশিশুদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তারা উৎসাহের সঙ্গে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার উপকরণ গ্রহণ করে।






















































