বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চিরিরবন্দর উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত চিরিরবন্দর উপজেলা সমিতি। যার নতুন কমিটির সভাপতি হয়েছেন সভাপতি ফিশারিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জন্নাতুন নুর ঝুমু। এবং সাধারণ সম্পাদক গ্রাফিক ডিজাইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিল্টন রায়।
গতকাল ২৩ নভেম্বর সমিতির সদস্যদের এক মিটিংয়ে ২০২৫-২৬ অর্থবছরের নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, রিপা রায় ও তানজিনা আফরিন, সহ সাধারণ সম্পাদক আল মোহাইমিন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুর রহমান রিদয়, মিডিয়া সেক্রেটারি জুবাইর হোসেন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান। অন্যান্যরা হলেন, দিপান্না রায়, জিসান আদনান, জুলেখা আক্তার, সুমাইয়া ইয়াসমিন, দৃষ্টি রায়, উৎসব রায়, সোয়াইব উর রহমান, সুমাইয়া আক্তার।
নব নির্বাচিত সভাপতি ঝুমু বলেন, নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত ও কৃতজ্ঞ। সবার বিশ্বাস ও ভালোবাসাকে সামনে রেখে, সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে এবং আমাদের এই চিরিরবন্দর উপজেলা সমিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চাই,,, এই দায়িত্ব আমার কাছে শুধু একটা পদ নয়, বরং একসাথে কাজ করার নতুন সুযোগ—যা আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পালন করতে চাই।
অনুভুতি প্রকাশ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্টন রায় বলেন, আমি কখনো ভাবতে পারিনি এ পদে কখনো আসবো। আর এই পদ পেয়ে আসলে আমার অনুভূতি বলার তেমন কিছুই নেই। আমি মনে করি, কোনো সাংগঠনিক কোন প্রতিষ্ঠান বা কোনো ছোট-বড় অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে পেরে অনেক ভালোলাগা কাজ করছে বা করবে। আসলে কোন পদ বা বড় কোন পদমর্যাদা পেলেই যে অনেক কিছু হয়ে গেলাম তেমন কিন্তু না, এখানে যেমন দায়িত্ব, দায়বদ্ধতা এবং সবার মতামতের ভিত্তিতেই একটা সংগঠন পরিচালনা করা সম্ভব। ঠিক তেমন ভাবে সংগঠনের সবার উপস্থিতির প্রয়োজন। এজনই আবারো বলবো পদ কোন বিষয় না বরং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবো চিরিরবন্দর উপজেলা সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।






















































