গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের দিনে হানিফের এই বাড়িটিতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের গেটসহ বাড়িটির দেওয়াল ভাঙচুর করে। বাঁশের বেড়াতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়িতে কোনো আসবাবপত্র বা লোকজন ছিল না।
এ সময় উপস্থিত ছাত্র-জনতা জানায়, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে? আমরা আওয়ামী লীগের দোসরদের কোনো অস্তিত্ব রাখতে চাই না!