নিউজ ডেস্ক:
প্রায় সাত ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
সিরজাগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, রাত ৩টার দিকে হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। চুয়াডাঙ্গার দর্শনা থেকে ওই মালবাহী ট্রেনটি আসে।
উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার সামসুল আলম জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করলে সকাল ৯টা ৫০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।