সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিরীক্ষার আওতায় আনার নির্দেশ !

0
30

নিউজ ডেস্ক:

বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) আওতায় বিগত পাঁচ বছরে নিরীক্ষা কার্যক্রম হয়নি এমন সবল প্রতিষ্ঠানকে নিরীক্ষা কার্যক্রমের আওতায় আনার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

গতকাল মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চের বিশেষ দিনে রাজধানীর বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দিয়েছেন।
পরিদর্শন শেষে বৃহৎ করদাতা ইউনিটের সভাকক্ষে রাজস্ব পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানান মো. নজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণই নয় এটি ছিল বাঙালি জাতির মুক্তির ‘সনদ’। বাঙালি সরকারি-বেসরকারি চাকরিজীবীদের স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য এ ভাষণে ছিল গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। তাই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যানের বেশ কিছু নির্দেশনার মধ্যে রয়েছে, এনবিআরের ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’র  আওতায় অতীতের চেয়ে আরো বেশি সক্রিয় হয়ে কর-বান্ধব পরিবেশ তৈরি করা; এলটিইউ (ভ্যাট) দপ্তরে পর্যাপ্ত লোকবল নিয়োগের কার্যকর ব্যবস্থা গ্রহণ; এলটিইউর ইনহাউস প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বেগবান করা; এলটিইউ (ভ্যাট) দপ্তরের লিটিগেশন ম্যানেজমেন্ট কার্যক্রমের হালনাগাদ তথ্য এনবিআরে নিয়মিত প্রেরণ করা; রাজস্ব আহরণে সার্বিক অর্জন নিয়ে এলটিইউ (ভ্যাট)-এর ওপর একটি ডকুমেন্টারি তৈরি করা; উচ্চ আদালতের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে এডিআরের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা; পেট্রোবাংলার বকেয়া রাজস্ব আদায়ে সচেষ্ট হওয়া ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; এলটিইউ (ভ্যাট) দপ্তরের অর্গানোগ্রাম নতুন করে তৈরি করার বিষয়ে এনবিআরে পত্র প্রেরণ করা এবং এলটিইউ (ভ্যাট) কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ওপর অর্পিত স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পরিপালন করা।

সভার শুরুতে শিশু তাসীন তাজওয়ার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য সুলতান মো. ইকবাল, রেজাউল হাসান, মহাপরিচালক (সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল) মো. বেলাল উদ্দিন এবং বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) কমিশনার মো. মতিউর রহমান প্রমুখ।