রাষ্ট্রপতির সিদ্ধান্তই মেনে নেবে জাসদ !

0
35

নিজস্ব প্রতিবেদক :

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার বিকেল ৫টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সংগঠনটির ১২ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়।

শিরীন আক্তার জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে জাসদ।

এ ছাড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

কাজী রকিবউদ্দীন আহমদের নেত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারি মাসে। তাই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি।