নিউজ ডেস্ক:
বড়দিনের আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় যে দল শীর্ষে থাকে, মৌসুম শেষে শিরোপা সাধারণত যায় তাদের হাতেই। গেল ১২ বছরে ৯ বারই হয়েছে এমন।
ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা ধরে রাখল চেলসি। লিগে টানা ১১টি ম্যাচ জিতল আন্তনিও কন্তের শিষ্যরা, যার সবশেষটা এসেছে ডিয়েগো কোস্তার একমাত্র গোলে। লিস্টার সিটি ২-২ গোলে ড্র করেছে স্টোক সিটির মাঠে।ম্যাচের ৪৪তম মিনিটে চেজারে অ্যাজপিলিকুয়েতার হেডে গোল করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির জয় নিশ্চিত করেন কোস্তা। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেস পারেনি সেই গোল শোধ করতে। এই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে স্ট্যামফোর্ড ব্রিজের বাসিন্দারা। ২০০৯-১০ মৌসুমে শিরোপা জয়ের পথে ১১টি ম্যাচ টানা জিতেছিল সেসময়ে কার্লো আনচেলোত্তির অধীনে খেলা চেলসি। আরেক ইতালিয়ান কন্তের হাত ধরে সেই রেকর্ড ফের স্পর্শ করল ‘ব্লু’ রা। আপাতত ৯ পয়েন্ট ফারাক রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসি। যদিও তারা খেলছে একটি ম্যাচ বেশি। তবে এই সপ্তাহে আর্সেনাল ও লিভারপুল নিজেদের ম্যাচে জিতলেও ধরতে পারবে না চেলসিকে। তাই বড়দিনের ‘জিঙ্গেল বেল’ স্ট্যামফোর্ড ব্রিজের বাসিন্দারা শুনবেন শীর্ষে থাকার আনন্দ নিয়েই!
জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে আরবি লিপজিগ। অবশ্য আজ ডার্মস্টাডকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে ওঠে যাবে বায়ার্ন মিউনিখ। হফেনহেইমের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে লা পালমাসকে।
ভিয়ারিয়াল ৩-১ গোলে হারিয়েছে স্পোর্তিং গিজনকে। গোল ডটকম