বিমা খাত উন্নয়নে গঠিত কমিটি পুনর্গঠন !

0
31

নিউজ ডেস্ক:

প্রায় তিন মাসের মাথায় বিমা খাতের সার্বিক উন্নয়নে গঠিত কমিটির পুনর্গঠন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বরে যে কমিটি গঠন করা হয়েছিল তাতে সদস্য সংখ্যা ছিল ৭ জন।

গত রোববার বিকেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটিকে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবগুলো বিমা খাতের সার্বিক উন্নয়নে কর্মপন্থা নির্ধারণের এই কমিটি পুনর্গঠন করা হলো।

অতিরিক্ত সচিব ছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন প্রতিনিধি, জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব (বিমা), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দুইজন (একজন লাইফ ও একজন নন-লাইফ বিমা বিশেষজ্ঞ)। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রতিনিধি দুইজন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব (বিমা ও সেবা)।

সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বিমা খাতে বিভিন্ন ধরনের অসঙ্গতি দূর করে বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এরই আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কমিটিতে ৩ জন সদস্য বাড়ানো হয়েছে। কমিটিকে চলতি মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবে।