বিপদ এড়াতে ব্যবস্থা নিলেন শাহরুখ!

0
43

নিউজ ডেস্ক:

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, করণ জোহরের এই ছবি যতটা না ছবির জন্য প্রচার পেয়েছে, তার থেকেও বেশি প্রচার পেয়েছে ছবিতে পাক অভিনেতা ফাওয়াদ খানের উপস্থিতির জন্য৷ প্রচার-সমালোচনা-বিতর্ক, সব মিলিয়ে ছবি নিয়ে অনেক ভুগতে হয়েছে তাকে৷ ছবি মুক্তি নিয়েও চাপা টেনশন কাজ করেছে টিমের মধ্যে৷ আর ইতিহাসের পুনরাবৃত্তি আটকাতে বলিউড বাদশাহ শাহরুখ আগে থেকেই সমস্যা সমাধানে নেমে পড়লেন৷

শাহরুখের ‘রইস’ ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন তিনি৷ তবে ছবিতে তার উপস্থিতি যেন ছবির মুক্তির পথে সমস্যা না সৃষ্টি করে তাই আগেভাগেই শাহরুখ দেখা করে এলেন মহারাষ্ট্র নবনির্মান সেনা প্রধান রাজ ঠাকরের সাথে৷ রোববার তার বাসভবনে ছবি এবং ছবির প্রচার নিয়ে কথা বলতে গিয়েছিলেন শাহরুখ৷

ছবির প্রচারে মাহিরাকে দেখা না গেলেও, ভালো অবস্থানেই রয়েছেন এই অভিনেত্রী৷

আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

এর আগে ‘মাই নেম ইজ খান’ ছবিটির মুক্তির সময় সমস্যায় পড়তে হয়েছিল শাহরুখকে।