ফেব্রুয়ারিতে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার কম !

0
34

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে) রপ্তানি খাতে আয় লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে। তবে আগের অর্থবছরের তুলনায় (বছরের ব্যবধানে) রপ্তানি আয়ের পরিমাণ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মার্চ মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ২৭২ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কম। চলতি ২০১৬-১৭ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

২০১৫-১৬ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের রপ্তানি আয় ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। গত অর্থবছরের অষ্টম মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ২৮৫ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম আট মাসে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার। এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তবে রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৫ দশমিক ৬৪ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৯০৬ কোটি ৬২ লাখ ৫০ হাজার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ৯৫৬ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার আয় হয়েছে।

এদিকে ইপিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি খাতে আয় হয়েছে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায় ৩ দশমিক ২২ শতাংশ বেশি।

প্রতিবেদনে হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার। এর মধ্যে প্রথম আট মাসে ২ হাজার ৪০৫ কোটি ৯০ লাখ ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কম।