নিউজ ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি রূপপুর এলাকায় বাসের ধাক্কায় মেহেদী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী পাশের জেলা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিয়ামতের ছেলে।
আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, সকালে দু’জন যাত্রী নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক মেহেদী। পথে রূপপুর এলাকায় একটি বাস পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মেহেদী মারা যান। এসময় দুই যাত্রী গুরুতর আহত হন।