নতুন দুই চলচ্চিত্রে বকুল

0
51

নিউজ ডেস্ক:

প্রায় দুই দশক আগে চলচ্চিত্রে অভিনয়ে আরজুমান্দ আরা বকুলের যাত্রা শুরু হয়েছিল। শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। এরপর আরো বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এবারে নতুন দুটি চলচ্চিত্রে কাজ করছেন বকুল। একটির কাজ শুরু হয়েছে, অন্যটি শুরু হবে। শুটিং শুরু করেছেন বকুল আব্দুল মান্নানের নির্দেশনায় ‘প্রেমের অনেক জ্বালা’ চলচ্চিত্রের। এ ছাড়া শিগগরিই তিনি শুরু করবেন গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ চলচ্চিত্রের কাজ।

দু’টি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরজুমান্দ আরা বকুল বলেন, ‘দুটি চলচ্চিত্রেই আমি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। প্রেমের অনেক জ্বালার শুটিং করেছি। বেশ গোছানো ইউনিট। যে কারণে কাজ করেও বেশ ভালো লেগেছে। আর প্রেমের বাঁধন ছবিতে কাজ করছি নিশ্চিত। তবে এখনো শুটিং শিডিউল দেয়া হয়নি। সত্যি বলতে কি, চলচ্চিত্রে কাজ বেশি বেশিই করতে চাই। কিন্তু কিছু কিছু চলচ্চিত্রে কাজের জন্য প্রস্তাব এলেও তা করতে মন সায় দেয়না। কারণ আমি নিজেই অভিনেত্রী হিসেবে তা নিজের মধ্যে লালন করতে পারি না।’

এ দিকে গতকাল ছিল বকুলের জন্মদিন। এই দিনে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারেননি। কারণ তাকে গাজীপুরে বাংলাদেশ টেলিভিশনের একটি সচেতনতামূলক নাটিকার শুটিংয়ে অংশ নিতে হয়েছে। অপর দিকে, খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় আরজুমান্দ আরা বকুল শেষ করেছেন ‘নিশ্চুপ ভালোবাসা’ নাটকের কাজ।