দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান !

0
43

নিজস্ব প্রতিবেদক :

ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে ২০৩০ সাল নাগাদ অর্থনীতিবিষয়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ সম্মেলনের আয়োজন করে।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে আলো যাবে। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহও বৃদ্ধি করা হচ্ছে।’

 

তিনি বলেন, ‘উন্নয়নকাজের ৯০ শতাংশ অর্থায়নের সক্ষমতার প্রমাণ রেখেছে বাংলাদেশ। উন্নয়নের ধারায় ২০৩০ সালের মধ্যে দেশ হবে দারিদ্র্যমুক্ত।’

 

শেখ হাসিনা বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে উইন উইন সিচুয়েশন তৈরি করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে যোগাযোগের একাধিক জোট ও উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে চাঙা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জন করে বাংলাদেশ সারা বিশ্বে যেভাবে রোল মডেল হওয়ার গৌরব অর্জন করেছে, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনেও রোল মডেল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।