এনডিটিভি সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে এবং আপ ২২টি আসনে এগিয়ে ছিল। কংগ্রেস এখনও শূন্য হাতে থাকার পথে। এবারের নির্বাচনে আপের ব্যাপক পরাজয় দলের শীর্ষ নেতাদেরও বিপদে ফেলেছে।
আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া যথাক্রমে নয়াদিল্লি ও জংপুরা আসনে হেরে গেছেন। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী অতিশি কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছেন।
সবশেষ খবর অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রতিদ্বন্দ্বী পারভেশ সাহেব সিংয়ের কাছে হেরে গেছেন। তাকে মুখ্যমন্ত্রী পদে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।