নিউজ ডেস্ক:
দক্ষতা উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হয় প্রায় ৭৭৮ কোটি টাকা।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সরকার এবং এডিবি’র মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সাক্ষরিত হয়েছে।
রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন ২ কক্ষে এই চুক্তি সাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর মি. কাজুহিকো হিগুচি সাক্ষর করেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪-২০২৩ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদে বাস্তবায়নের জন্য ১.০৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে।
এডিবি মাল্টি ট্রান্স ফিন্যান্সিং ফ্যাসিলিটির আওতায় এ কর্মসূচিরর জন্য ৩ কিস্তিতে মোট ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রথম কিস্তিতে ১০০ মিলিয়ন, দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন এবং তৃতীয় কিস্তিতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদান করা হবে।