থেরাপীয় লুক রেকর্ড!

0
41

নিউজ ডেস্ক:

গিনেস বুক রেকর্ডের পাশাপাশি সম্প্রতি থেরাপীয় লুক নামে নতুন রেকর্ড চালু হয়েছে। এই রেকর্ডে বেশ কয়েকজন অংশ নিয়ে খ্যাতিমান হয়েছে। আসুন জেনে নেই, কে কিসের জন্য রেকর্ডধারী হয়েছেন?

একদিনও দাঁত না মেজে বিশ্বরেকর্ড
গালেগন্ধপুরের পাণ্ডব খোকনের জ্যেষ্ঠ পুত্র দুর্গন্ধ খান। বয়স ৩৩। তিনি সারা জীবন দাঁত মাজেননি। তার বয়স যখন ৯-১০ বছর তখন দাঁতের ওপর একটু একটু লালচে আবরণ পড়ে। বর্তমানে তার দাঁতের কালার এখন কয়লার মতো। হাসি দিলে মনে হয় কয়লার বস্তার মুখ খুলে গেছে।

মেকআপ নিয়ে ওজন বৃদ্ধির বিশ্বরেকর্ড
মাখন দাদুর ৫৫ বছর বয়সী বউ। নাম ননীবালা। চার সন্তানের মা জননী তিনি। বয়স যাতে ধরা না পড়ে এজন্য তিনি দিনে কম করে চলেও ৪১ বার মেকআপ করেন। ঠোঁট ডিঙিয়ে নাক পর্যন্ত লিপস্টিক নেন তিনি। মেকআপের ওপর মেকআপ দেয়ায় তার ওজন ১০ কেজি বেড়ে যায়। তিনি এই বিশ্বের প্রথম নারী, যার মেকআপের ওজন এত। মেকআপে এমন দৃষ্টান্ত রাখার জন্য তাকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মেকআপকন্যার উপাধি দেয়া হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে বিশ্বরেকর্ড
হানাইপুরের কানাই কর্মকারের নাতির ঘরের ছেলে হুদাই কর্মকার। কাস ওয়ান পাস করে বাবার সাথে লোহা পেটানোর কাজে মনোনিবেশ করেন। কোনো এক বন্ধুর পরামর্শে সে দিন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন তিনি এবং বন্ধুর কাছ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়া শিখেছেন। হঠাৎ একদিন হুদাই কর্মকারের ফেসবুক স্ট্যাটাস আর আপলোড করা ছবি দেখে সাড়া পড়ে গেল সারা বিশ্বে। কী হয়েছে, কী হয়েছে? শেষে জানা গেল, হুদাই স্ট্যাটাস দিয়ে বিশ্বরেকর্ড করেছে। মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়লÑ কী সেই স্ট্যাটাস? তখন দেখা গেল হুদাই বাথরুমে বসে টয়লেট করা অবস্থাই একটা ছবি পোস্ট করেছেন এবং লিখেছেনÑ ‘নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ এই অশ্লীল ছবি আর স্ট্যাটাসের জন্য থেরাপীয় লুকে স্থান পেয়ে গেল হুদাই কর্মকারের নাম।

বউয়ের ঝাটাপেটা খাওয়ায় বিশ্বরেকর্ড
পঞ্চমুখের পঞ্চানন নামের এক ভদ্রলোক বিয়ে করেছেন মাত্র ৭ বছর। এই সাত বছরেই বউয়ের হাতে ঝাটার বাড়ি খেয়ে বিশ্বরেকর্ড করেছেন। এই স্বল্প সময়ে এত সংখ্যকবার বউয়ের হাতের ঝাটা পিটানি খেয়েছেন যে, কোনো ক্যালকুলেটরে সেই সংখ্যাগুলো ধরানো সম্ভব হচ্ছে না। থেরাপীয় লুক জগদ্বিখ্যাত মানুষটিকে খুঁজে বের করেছে।