জাতিসংঘের প্রস্তাবকে যুদ্ধ ঘোষণার শামিল বলেছিলেন নেতানিয়াহু!

0
37

নিউজ ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইহুদি বসতির নির্মাণ বন্ধের আহ্বান জানিয়ে উত্থাপিত প্রস্তাবটিকে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাবটি উত্থাপনের আগে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় এমনটাই বলেছিলেন তিনি। বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপনের আগে নেতানিয়াহু নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককালির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এসময় তিনি বলেন, ‘ এটা জঘন্য সিদ্ধান্ত। আমি আপনাকে এটি সমর্থণ না দেয়ার জন্য এবং এটি নিয়ে আর অগ্রসর না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ যদি আপনারা এই প্রস্তাবটি উত্থাপন করেন, তাহলে আমাদের দৃষ্টিতে তা হবে যুদ্ধ ঘোষণা। এতে আমাদের সম্পর্কের ইতি ঘটবে এবং এর প্রভাব পড়বে। আমরা নিউজিল্যান্ড থেকে আমাদের রাষ্ট্রদূতকে জেরুজালেমে ডেকে নেব।’

নেতানিয়াহুর এই হুমকির পরও পিছু না হটার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। ম্যককালি বলেন, ‘ এই প্রস্তাব আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমরা একে সামনে নিয়ে এগিয়ে যাব।’এক পশ্চিমা কূটনৈতিক এই ফোনালাপের বিষটি স্বীকার করেছেন। তিনি একে রুঢ় আলোচনা বলে মন্তব্য করেছেন।

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সব স্থানে বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ইসরায়েল। গত রোববার ওই প্রস্তাব সমর্থনকারী ১০ টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।