শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

চুয়াডাঙ্গায় বিএনপির হত্যা মামলা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাকিব আল হাসান:
চুয়াডাঙ্গায় আহাম্মদ শরিফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে বিএনপি নেতা-কর্মীদের উপর হত্যা মামলা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১২ নং খাসকররা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।

আজ (৮ই ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের দাবি তারাসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ৩৫ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদীত।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন-আলমডাঙ্গা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো:আনসার আলী,১২নং খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ আরো অনেকে। এই উপস্থিত সকলেই একই হত্যা মামলা জামিনপ্রাপ্ত আসামী। উপস্থিত সকলের পক্ষে মো:আনসার আলী দাবিপত্র পাঠ করে চুয়াডাঙ্গা জেলার উধ্বতন কর্মকর্তাদের কাছে সঠিক বিচারের দাবি জানায়।

আলী হোসেন বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক দলের সাথে কাজ করে আসছি। আমি ও আমরা বিএনপি করায় আমাদের দীর্ঘদিন বিভিন্ন মামলা-হামলা ও ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন চাপের মুখে রেখে রাজত্ব কায়েম করে আসছে এই আওয়ামীলীগের গুন্ডা-সন্ত্রাসীরা।

আমার ভাতিজা ফরিদের বাবার কাছে গোলাম সরোয়ার (মিঠু) ও রবজেস হোসেনের নেতৃত্বে তালিকাভুক্ত সন্ত্রাসী আওলাদ হোসেন টাকু গ্যাং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারই সূত্র ধরে আদালতে চাঁদবজীর ২ টা মামলা দাবি করি। সেই মামলা অধ্যক্ষ গোলাম সরয়ার মিঠু ও রবজেস হোসেন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের দিকে প্রতিবেদন নিয়ে এসে ফের চাঁদা দাবি করে। এরপর আমার আরেক ভাতিজা মাসেম আলীর হাত-পা ভেঙ্গে দেয়, তার চিকিৎসা এখনো চলমান। আসার এক পর্যয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের বিরুদ্ধে একের অধিক মিথ্যা মামলা দায়ের করে।

শেষ পর্যন্ত এই আওয়ামীলীগের গুন্ডা সন্ত্রাসী দিয়ে গত ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া মাঝের পাড়া নতুন মসজিদের সামনে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আহমদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে। এই হত্যা করে দায় এড়াতে এবং অত্র এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই আহম্মদ শরীফ ওরফে ছোট বুড়োর হত্যা মামলা আমি আনসার আলী ও আলী হোসেনসহ আমাদের দলীয় নেতা-কর্মীদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা চাপিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুধু এই হত্যা এবং মিথ্যা মামলা দিয়ে থেমে থাকেনি এই আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা। ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫ টার দিকে রামদিয়া বাজারে অবস্থিত খাসকররা ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর করে। এছাড়াও রামদিয়া কায়েতপাড়া গ্রামের ফরিদের স্ত্রী কহিনুর বেগমের ৫ একর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। তার কিছুদিন পরেই স্বপরিবারের হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা মাসেমের বাড়ীতে আগুন দেয়। রামদিয়া বাজারে ফরিদের ভাই ভাই ফিড মুরগি,মাছের ভুষিমালসহ ব্যাপক অর্থের লুটপাট করে। এসব বিষয়ে আমরা ভুক্তভোগী পরিবাররা মামলা করেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ,দৈনিক মাথাভাঙ্গা,দৈনিক খাসখবর.দৈনিক পশ্চিমাঞ্চলসহ বেশকিছু পত্রিকায় ২৯.১২.২০২৪ তারিখে ভাংচুরের সংবাদ প্রকাশ করেছে। পরের দিন ৩০.১২.২০২৪ তারিখ অফিস ভাংচুর,মালামাল লুটপাটের প্রতিবাদে খাসকররা ইউনিয়ন বিএনপিসহ এর অঙ্গ সংগঠন বিক্ষোভ সমাবেশ করে।যা ৩১.১২.২০২৪ তারিখে বেশকিছু স্থানীয় প্রকাশিত হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular