দর্শনা ও আকন্দবাড়িয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স। এ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক হওয়া আসামিদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।জেলা টাস্কফোর্স সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের পরিচালক চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি জোয়ানরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙেরধার পাড়ায়। এ সময় মৃত আজিবর ম-লের স্ত্রী শাহানারাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। অপর দিকে, গতকাল বেলা দেড়টার দিকে এ টাস্কফোর্স টিমটি দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আশার বাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ আশার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, টাস্কফোর্স টিমের পক্ষ থেকে দুই নারীকে আটক করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পৃথক পৃথক থানায় সোপর্দ করা হয়েছে।