ক্রিকইনফোর বর্ষসেরা ‘অভিষিক্ত’ মিরাজ

0
33

নিউজ ডেস্ক:

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকেরা ভোটাভুটির মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ‘অভিষিক্ত’ হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডারকে।

পুরস্কার জিততে মিরাজ পেছনে ফেলেছেন অভিষেকে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো করুন নায়ার, ভারতের তারকা পেসার জাসপ্রিৎ বুমরা ও ওয়েস্ট ইন্ডিসের এভিন লুইসসহ আরও অনেক তারকা ক্রিকেটারকে।

এদিকে, পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে ক্রিকইনফো লিখেছে, ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন মিরাজ। ম্যাচটি বাংলাদেশি খুব কাছে গিয়ে হেরে গেলেও পরের টেস্টে মিরাজের ১২ উইকেটের সুবাদে সিরিজ ড্র করে বাংলাদেশ।টানা দু’বছর এই পুরস্কারটি পেয়েছে বাংলাদেশি দুই ক্রিকেটার। গত এই পুরস্কার পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।