কাবুলে বোমা হামলায় আইনপ্রণেতা আহত !

0
34

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে বোমা হামলায় একজন আইনপ্রণেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে।

পার্লামেন্টের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বামিয়ান প্রদেশ থেকে নির্বাচিত আইনপ্রণেতা ফাকোরি বেহেস্তি ও তার ছেলে এই বিস্ফোরণে আহত হয়েছেন। ফাকোরিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল। হামলায় ফাকোরিকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয়েছে। অপর একটি গাড়িও ব‌্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।গত সপ্তাহে আফগানিস্তানে আরেকজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। এতে সাতজন নিহত হয়। তবে প্রাণে বেঁচে যান ওই আইনপ্রণেতা।