২২ ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ!

0
50

নিউজ ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য আগামী ২২ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ আদেশ দেন।

ওই দিন খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত।

গত ৮ ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।

গত ১ ডিসেম্বর চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে আবার নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। কিন্তু শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেওয়া হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে ৬ ডিসেম্বর খালেদা জিয়া হাইকোর্টে একটি রিভিশন আবেদন করেন। তা শুনানির অপেক্ষায় রয়েছে।

অন্যদিরক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীদের পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিভিশন আবেদনের ওপর আজ বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ শুনানির জন্য  ধার্য করেছে।

এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের বিচারপতি এই আবেদনের ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। পরে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। যে বেঞ্চের বিচারপতি বিব্রত করেছিলেন সে বেঞ্চের দুদকের মামলার শুনানি করার এখতিয়ার ছিল না। এরপর প্রধান বিচারপতি আবেদনটি তৃতীয় বেঞ্চে না পাঠিয়ে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেন।