নিউজ ডেস্ক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৪ জুয়াড়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম এ দণ্ডাদেশ দেন। গত শুক্রবার গভীর রাতে ওই উপজেলার কিসামত চরিতাবাড়ী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ওই এলাকার মইছা মিয়ার ছেলে মুস্ত মিয়া (৩৫), আবুল হোসেনের ছেলে কুদ্দুস মিয়া (৩০), মোখলেছার আলীর ছেলে লাল মিয়া (২৫) ও দিন ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।