নিউজ ডেস্ক:
ভ্রমণ করতে কে না ভালোবাসে৷ কমবেশি আমরা সবাই ভ্রমণ পিপাসু৷ কেউ ভালোবাসে পাহাড় কেউ বা সমুদ্র আবার কেউ কেউ জঙ্গলে ভ্রমণ করতে খুব ভালোবাসেন৷ প্রকৃতির বিভিন্নরকমের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মন কাড়ে তেমনিভাবে মানুষ সৃষ্ট সৌন্দর্যও আমাদের মনকে আকর্ষণ করে৷
মানুষের মস্তিষ্ক প্রসূত সৃষ্ট সৌন্দর্যের মধ্যে একটি হলো সেতু৷ আমরা সেইসব মানুষদের কাছে কৃতজ্ঞ যারা এই সেতু তৈরি করেছেন৷ তবে কিছু বিপজ্জনক সেতুও রয়েছে৷ এ রকমই কিছু বিপজ্জনক সেতুর বর্ণনা দেওয়া হলো৷
১) ঘাসা সেতু, নেপাল : নেপালের ঘাসা একটি অত্যন্ত বিপজ্জনক সেতু৷ এই সেতুটি বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হলো এটি খুব খারাপ জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছিল৷ এই সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে৷ শুধু মানুষই নয় পশুরাও যাতায়াত করে৷ এই সেতুটি মূলত এটি খুবই ছোট ও সরু তার ফলে ওই এলাকার মানুষসহ পশুদেরও যাতায়াত করতে খুবই অসুবিধা পড়তে হয়৷ বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন এই সেতু দিয়ে যাতায়াত করে৷
২) ক্যারিক-অ্যা-রেডে রোপ ব্রিজ, ইংল্যান্ড : এই সেতুটি অবস্থিত ইংল্যান্ডের উত্তর ইরি-ল্যান্ডের অ্যানট্রিম শহরে৷ সেতুটি ২১ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উঁচু৷ এই সেতুটি পারাপার করতে হলে পর্যটকদের অত্যন্ত সাহসের প্রয়োজন হয়৷ সেতুটি পার করা ততটাও সহজ কাজ নয়৷
৩) ভাইন ফুটপাথস একা ব্রিজেস, জাপান : সেতুটি অবস্থিত জাপানের আইভি উপত্যকায়৷ এটি একটি ছোট সেতু৷ যেটি তৈরি করেছিল উদ্বাস্তুরা তাদের অঞ্চলকে সুরক্ষিত রাখবার জন্য৷ সেতুটি আইভি নদীর ওপর তৈরি করা হয়েছিল৷ এর দুপাশে রয়েছে উঁচু পাহাড়৷ সেতুটি এতটাই বিপজ্জনক যে যাতায়াত করতে অসুবিধায় পরতে হয়৷
৪) তামান নেগারা ন্যাশনাল পার্ক ব্রিজ, মালেশিয়া : এই সেতুটি খুবই উঁচু৷ এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০০’র বেশি স্থানীয় মানুষ ও পর্যটক যাতায়াত করেন৷ কারণ পাশের এলাকায় যাতায়াত করার জন্য এই সেতুই একমাত্র অবলম্বন৷ বর্ষার সময় সেতুটির অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে৷ পুরো ভেজা থাকে তাই যাতায়াত করা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে৷ সরকারের উচিত এই সেতু নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জরুরি ব্যবস্থা নেওয়া৷ কারণ যতদিন যাচ্ছে সেতুটির অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে৷
৫) কাকুম ন্যাশনাল পার্ক ক্যানোপাই ওয়াকওয়ে, ঘানা : সেতুটি বিশেষত্ব হলো সেতুটি ঘানার জঙ্গলের গভীরে অবস্থিত৷ এই জঙ্গলে অনেক মানুষ বেড়াতে আসে৷ সেতুটি পার করতে তাদের কাল ঘাম ছুটে যায়৷ এই সেতুটির পরিকাঠামো পুরোপুরি নষ্ট গিয়েছে তাই ঠিক করে যাতায়াত করাও যায় না৷
৬) ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড : সেতুটি সুইজারল্যান্ডের অ্যাল্পস অফ গর্ডম্যানে অবস্থিত৷ সেতুটি দীর্ঘ ১৮০ মিটার এবং উচ্চতা ১১০ মিটার৷ ট্রিফট ব্রিজটি তৈরি করা হয়েছিল ২০০৪ সালে৷ কিন্তু এর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেতুটিকে আবার ২০০৯ সালে পুনর্গঠন করা হয়েছে৷ পুনর্গঠনের পরও সেতুটি কিছুদিন ভালো ছিল তারপর আবার যেই কে সেই অবস্থা৷ সেতুটির নিরাপত্তা খুবই খারাপ৷ সেতুটির দুধারে নিপাপত্তার কোনো বন্দোবস্তই নেই৷
৭) অ্যাইগুয়ে দু মিদি, ফ্রান্স : এই সেতুটি ফ্রান্সে অবস্থিত৷ যদি আপনি কোনো হার্টের রোগী হন তাহলে আপনাকে উপদেশ দেব এই সেতুটিকে এড়িয়ে যাওয়ার৷ এটি একটি খুব উঁচু সেতু যার উচ্চতা ১২৬০০ ফুট৷ যদিও এটার দুদিকে সাপোর্ট রয়েছে৷