মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটিকাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায়,অবৈধ ভাবে মাটিকাটা বন্ধের দাবি জানিয়ে,প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে,ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে,বিক্ষোভ মিছিল-বের করে গ্রামবাসী।
এতে অংশনেয় খাসকান্দি ও চরপানিয়া সহ অন্তত ১১টি গ্রামের স্থানীয় কয়েক শতাধিক মানুষ।
ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ,সরকার পতনের সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে, রাতের আঁধারে অবৈধভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে মাটি কেটে বিক্রি করে দেয়া হচ্ছে ইটের ভাটায়।
এতে প্রকল্পের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, কয়েকটি গ্রামের সড়ক পথের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত অবৈধ মাটিকাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানানো হয়।
এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী মানববন্ধনে অংশ নিয়ে, শীঘ্রই অবৈধ মাটিকাটা স্থায়ীভাবে বন্ধ করা সহ মাটি বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ায় দাবি জানান,পরে দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।
এছাড়া স্থানীয় কৃষকদের অভিযোগ,অবৈধভাবে মাটি কাটার ফলে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরবর্তী দুটি গ্রামের সংযোগ সড়ক সহ কৃষি জমির মাটি। এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন সহ স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত কার্যক্রম।