দিল্লিতে শ্লীলতাহানির শিকার চীনা তরুণী!

0
50

নিউজ ডেস্ক:

ফুলের টব কিনতে না চাওয়ায় বিক্রেতার কাছে শ্লীলতাহানির শিকার হলেন এক চীনা কলেজ পড়ুয়া তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির কৈলাশ কলোনীতে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। খবর আজকালের।

জানা যায়, দিল্লির শ্রীরাম কলেজের পড়ুয়ার অভিযোগ অনুযায়ী, টব বিক্রেতার কাছে ফুলের টব নিতে অস্বীকার করায় বিক্রেতা তার সঙ্গে অশালীন আচরণ করে। ঘটনাটি ঘটে তারই বাড়ির কাছে। ওই চীনা কলেজ পড়ুয়া তরুনী কৈলাশ কলোনীতে ভাড়া বাড়িতে থাকেন।

পুলিশ ওই তরুনীর অভিযোগের ভিত্তিতে অবিনিশ নামের সেই টব বিক্রেতাকে গ্রেপ্তার করে। অবিনিশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।