আবারো হিলারিকে হারালেন ট্রাম্প

0
50

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গুগল সার্চেও হিলারি ক্লিনটনকে হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সার্চ ইঞ্জিন গুগলে সব মিলিয়ে সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে এমন ব্যক্তির তালিকায় ১ নম্বরে স্থান পেয়েছেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরেই রয়েছেন তার বিরুদ্ধ প্রার্থী হিলারি ক্লিনটন।
উপমহাদেশের লোকজনও এই তালিকায় স্থান পাচ্ছেন। এদের অন্যতম বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, আছেন ফ্যাশন ডিজাইনার অনিতা দোঙরেও।
প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি মুক্তি পাবে আর কিছুদিনের মধ্যেই। তার আগেই গুগল প্রকাশিত তথ্য মোতাবেক দেখা গেল, অস্কারের মঞ্চে সেরা পোশাক বিভাগে বহু বার খোঁজা হয়েছে প্রিযাঙ্কার নাম। তিনি আছেন সপ্তম স্থানে। অন্যদিকে, বিশ্বের সেরা পোষাক ডিজাইনারদের তালিকায়ও সপ্তম স্তানে জায়গা করে নিয়েছেন অনিতা দোঙরে। ইংল্যান্ডের যুবরানী কেট মিডলটন যখন ভারতে এসেছিলেন, তখন এই অনিতার তৈরি পোশাক পরেই মুম্বইয়ের মাঠে শচীন, দিলীপ বেঙ্গসরকারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল কেট মিডলটনকে। তারপর থেকে বিশ্বজোড়া খ্যাতি জুটেছে অনিতার কপালে।
এছাড়াও জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজের তালিকায় স্ট্রেঞ্জার থিংস ও জনপ্রিয়তম অ্যান্ড্রয়েড গেমের তালিকায় প্রথম স্থান পেয়েছে পোকেমন গো।