Home Blog Page 2

প্রথম মুসলিম নারী বাজার পরিদর্শক

শিফা বিনতে আবদুল্লাহ (রা.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন নারী মনীষা। তিনি ছিলেন একই সঙ্গে একজন মুহাদ্দিস, শিক্ষক ও চিকিৎসক এবং ইসলামের ইতিহাসে প্রথম নারী বাজার পরিদর্শক। তাঁকে প্রথম মুসলিম নারী শিক্ষকও বলা হয়। মহানবী (সা.) কখনো কখনো শিফা বিনতে আবদুল্লাহ (রা.)-এর বাড়িতে দিনের বেলা বিশ্রাম গ্রহণ করতেন। সেখানে তাঁর জন্য নির্ধারিত বিছানা ও পোশাক ছিল।

তাঁর পুরো নাম হলো শিফা বিনতে আবদুল্লাহ বিন আবদুশ শামস বিন আদি (রা.)। তাঁর প্রকৃত নাম লায়লা এবং উপনাম উম্মে সুলাইমান। শিফা তাঁর উপাধি। কিন্তু তিনি উপাধিতেই  প্রসিদ্ধি লাভ করেন। তাঁর মা ফাতেমা বিনতে ওয়াহাব বিন আমর ও স্বামী মুহাম্মদ বিন সাআদ বিন মুনি হাশেমি। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তারা হলেন সুলাইমান ও মাসরুক (রহ.)। তাদের মধ্যে সুলাইমান (রহ.) মুহাদ্দিস এবং মাসরুক (রহ.) প্রশাসক ছিলেন।

শিফা বিনতে আবদুল্লাহ (রা.) হিজরতের আগেই ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম দিকে হিজরতকারী নারীদের অন্যতম। তিনি মহানবী (সা.)-এর হাতে বাইআতও গ্রহণ করেন। শিফা বিনতে আবদুল্লাহ (রা.) জাহেলি যুগেই পড়ালেখা শেখেন। তিনি সুন্দর হস্তলিপির অধিকারী ছিলেন। তাঁকে সমকালীন আরব নারীদের ভেতর অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব মনে করা হতো। তিনি মদিনার মুসলিম শিশু ও নারীদের লেখাপড়া শেখাতেন। রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী হাফসা বিনতে ওমর (রা.) তাঁর কাছ থেকেই পড়া ও লেখা শেখেন।
মুসলিম হওয়ার আগে শিফা (রা.) ঝাড়-ফুঁক করতেন। মুসলিম হওয়ার পর তিনি বিষয়টি মহানবী (সা.)-এর কাছে পেশ করে তা ঝাড়-ফুঁকের অনুমতি চান। নবীজি (সা.) তাঁকে অনুমতি দেন। তাঁর মাধ্যমে আল্লাহ মানুষকে রোগমুক্ত করতেন বলে বলেই হাফসা (রা.) তাঁর নাম দেন শিফা।

শিফা বিনতে আবদুল্লাহ (রা.)-এর বাড়ি ছিল মসজিদে নববী ও বাজারের মাঝে। বাজারে যাতায়াতের সময় নবীজি (সা.) তাঁর বাড়িতে বিশ্রাম করতেন। কোনো জীবনীকার দাবি করেছেন, নবীজি (সা.) বাজারের নানা বিষয়ে তাঁর সঙ্গে কথাও বলতেন। তবে এর নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি। শিফা (রা.) নিজে ব্যবসা না করলেও তাঁর পাণ্ডিত্য, পণ্য ও বাজার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা ও ব্যবসায়িক জ্ঞানের জন্য ওমর ইবনুল খাত্তাব (রা.) তাঁকে হিসাবাহ তথা বাজার পরিদর্শক পদে নিযুক্ত করেন। তিনি ছিলেন মুসলিম ইতিহাসের প্রথম নারী বাজার পরিদর্শক। তিনি সতর্ক দৃষ্টিতে বাজারের কার্যক্রম পরিদর্শন করতেন এবং কোনো অন্যায় হলে তা প্রতিহত করতেন। ইসলামী রাষ্ট্রে হিসাবাহ পদে নিযুক্তদের ব্যক্তির বিচারিক ক্ষমতা থাকে। যেমন আধুনিক যুগের ম্যাজিস্ট্রেটদের থাকে।

ইবনে বাদিস (রহ.) শিফা বিনতে আবদুল্লাহ (রা.) সম্পর্কে লেখেন, ওমর (রা.) তাঁকে বিশেষ মূূল্যায়ন করতেন, সম্মান করতেন, বুদ্ধি-বিবেচনায় তাঁকে অগ্রগামী মনে করতেন। কেননা তিনি ইসলাম গ্রহণ, জ্ঞান-বুদ্ধি, প্রজ্ঞা ও মর্যাদায় অগ্রগামী ছিলেন। তিনি কখনো কখনো তাঁর বাজার বিষয়ক বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করেন।

শিফা বিনতে আবদুল্লাহ (রা.) একজন দক্ষ চিকিৎসকও ছিলেন। চর্মরোগের চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতা ছিল। তিনি নবীজি (সা.)-এর সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধাহতদের চিকিৎসা সেবা প্রদান করেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে নির্দেশ দেন তিনি যেন হাফসা (রা.)-কে চিকিৎসা বিদ্যা শেখান।

এই মহান নারী ওমর (রা.)-এর শাসনামলে ২০ হিজরিতে ইন্তেকাল করেন। মহান আল্লাহ জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধি করুন। আমিন।

সূত্র : আসারু ইবনু বাদিস : ৪/১২৩; আল-ইসাবা : ৮/১২১; লুমআতুত তানকিহ : ১০/১১৮

মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব দেখছেন সাবেক মেক্সিকান ফুটবলার

মেসির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার অ্যাডলফো বাতিস্তা। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি। কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায়।

প্রাক-মৌসুমের ম্যাচে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে মেসির ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসিকে উদ্দেশ্য করে মেক্সিকান ক্লাবের সমর্থকরা দুয়ো দিতে থাকে, যা স্বাভাবিকভাবে নিতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।

প্রক্রিয়াও দেখান মেসি, হাতের তিন আঙুল উঁচিয়ে ধরেন তিনি। বোঝান তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যপারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মেসির এই ইঙ্গিতপূর্ণ আচরণ।

এতে সমালোচনার শিকার হচ্ছেন তিনি। তাদের দলে যোগ হয়েছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা। মেসির এই ইঙ্গিতের কড়া সমালোচনা করেন তিন।

বাউতিস্তা বলেন, খেলোয়াড় হিসেবে আমি তোমার (মেসি) প্রশংসা করি। কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায়।

এর আগে, কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পর দেশটির কোচ লুইস ফন গলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিাইন সুপারস্টার লিওনেল মেসি। লম্বা সময় পর তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আবারও।

ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন ঊর্বশী

কিছুদিন পরপরই সংবাদের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। এরমধ্যে অধিকাংশ সময়ই নামের সঙ্গে জুড়ে থাকে বিতর্ক। এদিকে, সম্প্রতি বাথরুম থেকে ফাঁস হওয়া আপত্তিকর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, বাথরুমে প্রবেশ করছেন ঊর্বশী। এ সময় পরনে ছিল সালোয়ার কামিজ। দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাওয়ার আগ মুহূর্তে বন্ধ হয়ে যায় ভিডিওটি। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

এ ব্যাপারে ঊর্বশী বলেন, নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, সিনেমাটি নিয়ে যদি কোনো শোরগোল তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।

এ অভিনেত্রী বলেন, নির্মাতারা এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের। আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এ জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কি না। আর প্রযোজকদের কথা ভেবে প্রোমোশনের জন্য এমনটা করি। যা ছিল ‘ঘুষপেটিয়া’ সিনেমার দৃশ্যের।

বাংলাদেশের ব্যাপারে ভারতীয়দের সতর্কবার্তা মমতার

বিগত দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে ঝামেলা হয়েছে একাধিক জায়গায়। বিএসএফ-কে কাজে বাধা দিতে দেখা গিয়েছে বিজিবিকে। এদিকে সীমান্তে দুই দেশের নাগরিকদেরও ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে সম্প্রতি।

এই আবহে মালদায় গিয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন, ‘বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ-এর বচসা হলে তাতে আপনারা জড়াতে যাবেন না । খবর , হিন্দুস্তান টাইমস।

আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, একদিন হয়ত আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন, কোনও সমাজবিরোধী বা জঙ্গি যাতে কারও বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে বাসা না বাঁধতে পারে। কোনও সমাজবিরোধী যেন এখানে ঘুঘুর বাসা বানাতে না পারে। তাহলে তা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মালদায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।

২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসন পেলেও বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোরে চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তা ধারণ করতে না পারলে কোনো লাভ নেই।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বললে হবে না, রূপান্তরমূলক যদি পরিবর্তন না হয়, তবে এ গর্ত থেকে বেরুনোর কোনো সম্ভাবনা নেই।’

পুলিশের সব ইউনিটে একই পোশাক

পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার প্রাথমিক অনুমোদন দেয়। পুলিশ বাহিনীর মূল পোশাকই পরিধান করবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরাও। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, পুলিশসহ র‌্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য আলাদা পোশাকের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও ইউনিটে তা বদলাচ্ছে না। যা আছে তা-ও থাকছে না। অর্থাৎ বদলে যাওয়া নতুন পোশাকই পরিধান করবে পুরো বাহিনীর সদস্য। আমরা সবাই একই পোশাক পরব।

ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের দুই লাখ সদস্য আছে। এ ছাড়া ১৯ হাজার সিভিল স্টাফও আছে। বিভিন্ন ইউনিটে আগে পোশাকের ভিন্নতা ছিল। এটি কার্যকর হওয়ার পর আর বিভিন্ন ইউনিটে পোশাকে কোনো ভিন্নতা থাকবে না।

ঢাকা শহরে ব্যাটারিচালিক রিক্সা নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে সামনের দিনগুলোতে আর ঘর থেকে বের হতে পারব না। মন্ত্রণালয়, সড়ক পরিবহনসহ বিভিন্ন জায়গায় একই কথা বলছি। রিক্সা নিয়ন্ত্রণ নিয়ে আমিই বেশি কথা বলছি। চিঠিও দিয়েছি। কীভাবে লাইসেন্স দিয়ে নিয়ন্ত্রণে আনা যায়, ট্যাক্স আদায় করা যায় এবং একই সঙ্গে সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।

সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে তিনি বলেন, এটা সত্য যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকজন এটাকে ইনকামের সোর্স বানিয়েছে। সব শহরেই টেক্সি আছে। তারা কিন্তু সংখ্যা বৃদ্ধি করেনি। বরং এর লাইসেন্স খরচা অনেক বেশি। কিন্তু আমাদের ব্যাটারিচালিত রিক্সা বাড়ছে। এটা নিয়ন্ত্রণে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের সড়ক, শহরের ক্যাপাসিটি অনুযায়ী এর নিয়ন্ত্রণমূলক অনুমোদন দিতে পারি। আমরা ১০০ বা ২০০ টাকার বিনিময়ে প্রাথমিকভাবে লাইসেন্স ফি নির্ধারণের কথা বলেছি। এটা থাকলে বোঝা যাবে কোনটা বৈধ আর কোনটা বৈধ। কোনটা ঢাকার আর কোনটা ঢাকার বাইরের।

তিনি বলেন, লাইসেন্সের আওতায় আনতে না পারলে কিন্তু কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের সেই জায়গায় যেতে হবে। কোনো দেশে এটা সম্ভব নয় যে, আপনি রাস্তা ব্যবহার করবেন কিন্তু ট্যাক্স দেবেন না।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সচিবালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তবে এই রেড অ্যালার্ট কবে জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে এরইমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দিল্লির তরফে ওই চিঠির কোনো জবাব এখনও আসেনি।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে প্রত্যর্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয়

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০জনেে মৃত্যু ও ৩২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

জানা গেছে,পুরু বরফের চাদর সরিয়ে এই মূলত কাঠের এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। অনেক পর্যটকদের পছন্দের জায়গা এটি।পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টা নাগাদ রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সুত্রের খবর,রির্সোটে অবস্থানকারীদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ লোক অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।

কয়রায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

ফরহাদ হোসাইন (কয়রা প্রতিনিধি) :

কয়রা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ( ১১)টায় কয়রা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক হোসেন,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রোজাউল করিম, , কয়রা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মিজান হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, মেহেদী হাসান, আব্দুল্লাহ, ইমরান, কয়রা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ কামাল হোসেন , কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ রিয়াছাদ হোসেন, আলামিন ইসলাম ফরহাদ হোসেন,প্রমুখ।

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসরায়েলের ঘোর সমর্থক মার্কো রুবিওর নিয়োগ চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও। সোমবার (২০ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিএনএন বলছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কিন সিনেট রুবিওর নিয়োগের অনুমোদন দিয়েছে। ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।

মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও অনেকে জানেন তাকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। তাদের অনেকে মনে করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মার্কো রুবিও উপযুক্ত ব্যক্তি।

তিনি ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধীতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবার তিনি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে যাচ্ছেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করায় শেষ দিকে এসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের দ্বারা লাঞ্চিত হন ব্লিঙ্কেন।