ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০১৭ সালের মধ্যে ৫ হাজার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।
সোমবার নগরভবনে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ৫০০ সিসি ক্যামেরা স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয়ে এলওসিসি, মেরিট লিলিন এনটি কোম্পানি লিমিটেড এবং এএ টেকনোলজি লিমিটেডের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
আনিসুল হক বলেন, আমরা বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তবে শুধু গুরুত্বপূর্ণ এলাকা নয় ঢাকা উত্তর জুড়ে আগামী ২০১৭ সালের মধ্যে ৫ হাজার সিসি ক্যামেরা লাগানো হবে।
ডিএমপির গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ বলেন, সিসি ক্যামেরা থাকায় গত তিন মাসে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চুরি-ছিনতাই কমেছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলওসিসির উপদেষ্টা ও ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, মেরিট লিলিন ইএনটি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি পেমা লিন, ক্রিস সু, এএ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম রাজিব, ডিএমপির গুলশান জোনের এসি মো. রফিকুল ইসলাম।