মালিতে গাড়িবোমা হামলায় নিহত ৫০ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। গতকাল বুধবারের এই হামলা দেশটির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যহত করল।  মিলিশিয়া গ্রুপগুলো দেশটির উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অঞ্চলটির বৃহত্তম নগরী গাওয়ে অবস্থিত একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্যাম্পটিতে সাবেক বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়ারা বাস করে। এরা সরকারের সঙ্গে ২০১৫ সালে একটি শাক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।
মালির প্রেসিডেন্ট ইবরাহীম বৌবাকার কিতা এই হামলার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলার ঘটনা।

আলজেরিয়ান জিহাদি ও আল-কায়েদার মিত্র মোখতার বেলমোখতার এক বিবৃতিতে এই আত্মঘাতী বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আব্দুলাইয়া ইদ্রিসা মাইগা এই হামলার পরপরই গাওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।২০১৫ সালের শান্তি চুক্তির অংশ হিসেবে তুয়ারেগ নেতৃত্বাধীন সিএমএ মুভমেন্ট ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর সদস্যরা একটি যৌথ টহলের প্রস্তুতি নেয়ার সময় হামলাটি চালানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালিতে গাড়িবোমা হামলায় নিহত ৫০ !

আপডেট সময় : ১২:৫২:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছে। গতকাল বুধবারের এই হামলা দেশটির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা শান্তি প্রচেষ্টাকে ব্যহত করল।  মিলিশিয়া গ্রুপগুলো দেশটির উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অঞ্চলটির বৃহত্তম নগরী গাওয়ে অবস্থিত একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্যাম্পটিতে সাবেক বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়ারা বাস করে। এরা সরকারের সঙ্গে ২০১৫ সালে একটি শাক্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।
মালির প্রেসিডেন্ট ইবরাহীম বৌবাকার কিতা এই হামলার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলার ঘটনা।

আলজেরিয়ান জিহাদি ও আল-কায়েদার মিত্র মোখতার বেলমোখতার এক বিবৃতিতে এই আত্মঘাতী বোমা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আব্দুলাইয়া ইদ্রিসা মাইগা এই হামলার পরপরই গাওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।২০১৫ সালের শান্তি চুক্তির অংশ হিসেবে তুয়ারেগ নেতৃত্বাধীন সিএমএ মুভমেন্ট ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর সদস্যরা একটি যৌথ টহলের প্রস্তুতি নেয়ার সময় হামলাটি চালানো হয়।