শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

প্রথম দিনে বোলারদের দাপট !

  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : মৌসুমের এ সময়টায় শুরুর মতো ব্যাটসম্যানদের ‘বিরুদ্ধাচরণ’ করার কথা নয়। কিন্তু লম্বা বিরতির পর মাঠে ফেরা জাতীয় লিগের প্রথম দিনে দাপট কিন্তু বোলারদের।

চার ম্যাচের তিনটিতেই চলছে পরে ব্যাট করা দলের ইনিংস। বোলারদের কর্তৃত্বের ছড়িটা আবু জায়েদের হাতে। রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন সিলেটের এ পেসার।

জাতীয় লিগের শুরুতে ছিল বৃষ্টির দাপট, এবার বাগড়া দিচ্ছে কুয়াশা। সিলেট স্টেডিয়ামে সে কারণে খেলা শুরু হয়েছে কিছুটা বিলম্বে। তার পরও খেলা হয়েছে ৭৬ ওভার। ব্যাটসম্যানদের কাঁধে চড়ে ৭ উইকেটে ৩১৫ রান তুলে দিন শেষ করা রংপুরও রয়েছে স্বস্তিতে।

এই একটি ম্যাচ বাদ দিলে বাকি তিনটিই ব্যাটিং বিপর্যয়ের গল্প। ফতুল্লায় আশাব্যঞ্জক শুরুর পরও মাত্র ১৬৬ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রোপলিস। জবাবে ১৯ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে ঢাকা বিভাগও। বিকেএসপিতে বরিশালের ১৭১ রানের প্রথম ইনিংসে ফজল মাহমুদের একারই ৯৫। তাতে বুঝতে অসুবিধা হয় না বাকিদের কী হাল! ২০ ওভারে ১ উইকেটে ১০১ রান তুলে এ ব্যর্থতার ‘সাজা’ প্রতিপক্ষকে দিচ্ছেও খুলনা।

বগুড়ায় অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচেও বোলারদের দাপট, এক দিনে পতন ঘটেছে ১২ উইকেট। আবু জায়েদের বোলিংয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী গুটিয়ে গেছে ২০৪ রানে। দিনের শেষভাগে ৪৩ রানে ২ উইকেট খুইয়েছে সিলেট।

সংক্ষিপ্ত স্কোর : ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ : মেট্রো ৭৭.১ ওভারে ১৬৬/১০ (সাদমান ৪৭, আশরাফুল ৩৯, শরিফ ৪/৩৫)। ঢাকা ৬.২ ওভারে ১৯/২।

বরিশাল-খুলনা : বরিশাল ৬০.৪ ওভারে ১৭১/১০ (ফজলে ৯৫; জিয়া ৩/২৯, আশিক ৩/৩৩)। খুলনা ২০ ওভারে ১০১/১ (মেহেদী ব্যাটিং ৫৫, এনামুল ব্যাটিং ১৫)।

রাজশাহী-সিলেট : রাজশাহী ৬৫.৫ ওভারে ২০৪/১০ (আবু জায়েদ ৬/৪৮)। সিলেট ১৫ ওভারে ৪৩/২ (সায়েম ব্যাটিং ৩০)।

রংপুর-চট্টগ্রাম : রংপুর ৭৬ ওভারে ৩১৫/৭ (লিটন ৭৩, আরিফুল ৫২, সোহরাওয়ার্দি ব্যাটিং ৬২, হোসেন ৩/৬৪)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

প্রথম দিনে বোলারদের দাপট !

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

ক্রীড়া প্রতিবেদক : মৌসুমের এ সময়টায় শুরুর মতো ব্যাটসম্যানদের ‘বিরুদ্ধাচরণ’ করার কথা নয়। কিন্তু লম্বা বিরতির পর মাঠে ফেরা জাতীয় লিগের প্রথম দিনে দাপট কিন্তু বোলারদের।

চার ম্যাচের তিনটিতেই চলছে পরে ব্যাট করা দলের ইনিংস। বোলারদের কর্তৃত্বের ছড়িটা আবু জায়েদের হাতে। রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন সিলেটের এ পেসার।

জাতীয় লিগের শুরুতে ছিল বৃষ্টির দাপট, এবার বাগড়া দিচ্ছে কুয়াশা। সিলেট স্টেডিয়ামে সে কারণে খেলা শুরু হয়েছে কিছুটা বিলম্বে। তার পরও খেলা হয়েছে ৭৬ ওভার। ব্যাটসম্যানদের কাঁধে চড়ে ৭ উইকেটে ৩১৫ রান তুলে দিন শেষ করা রংপুরও রয়েছে স্বস্তিতে।

এই একটি ম্যাচ বাদ দিলে বাকি তিনটিই ব্যাটিং বিপর্যয়ের গল্প। ফতুল্লায় আশাব্যঞ্জক শুরুর পরও মাত্র ১৬৬ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রোপলিস। জবাবে ১৯ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে ঢাকা বিভাগও। বিকেএসপিতে বরিশালের ১৭১ রানের প্রথম ইনিংসে ফজল মাহমুদের একারই ৯৫। তাতে বুঝতে অসুবিধা হয় না বাকিদের কী হাল! ২০ ওভারে ১ উইকেটে ১০১ রান তুলে এ ব্যর্থতার ‘সাজা’ প্রতিপক্ষকে দিচ্ছেও খুলনা।

বগুড়ায় অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচেও বোলারদের দাপট, এক দিনে পতন ঘটেছে ১২ উইকেট। আবু জায়েদের বোলিংয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী গুটিয়ে গেছে ২০৪ রানে। দিনের শেষভাগে ৪৩ রানে ২ উইকেট খুইয়েছে সিলেট।

সংক্ষিপ্ত স্কোর : ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ : মেট্রো ৭৭.১ ওভারে ১৬৬/১০ (সাদমান ৪৭, আশরাফুল ৩৯, শরিফ ৪/৩৫)। ঢাকা ৬.২ ওভারে ১৯/২।

বরিশাল-খুলনা : বরিশাল ৬০.৪ ওভারে ১৭১/১০ (ফজলে ৯৫; জিয়া ৩/২৯, আশিক ৩/৩৩)। খুলনা ২০ ওভারে ১০১/১ (মেহেদী ব্যাটিং ৫৫, এনামুল ব্যাটিং ১৫)।

রাজশাহী-সিলেট : রাজশাহী ৬৫.৫ ওভারে ২০৪/১০ (আবু জায়েদ ৬/৪৮)। সিলেট ১৫ ওভারে ৪৩/২ (সায়েম ব্যাটিং ৩০)।

রংপুর-চট্টগ্রাম : রংপুর ৭৬ ওভারে ৩১৫/৭ (লিটন ৭৩, আরিফুল ৫২, সোহরাওয়ার্দি ব্যাটিং ৬২, হোসেন ৩/৬৪)।