১৮ বছর আগে চাকরিচ্যুত ৮২ উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরিতে পুনর্বহালের পথ খুলল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:১১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনরায় চাকরিতে বহাল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের চাকরিবিধি অনুযায়ী সব সুবিধা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ভুক্তভোগীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেন।

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। তবে এই নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে তারা চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের বাগদত্তা কে এই জেদনী

১৮ বছর আগে চাকরিচ্যুত ৮২ উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরিতে পুনর্বহালের পথ খুলল

আপডেট সময় : ০১:১১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনরায় চাকরিতে বহাল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের চাকরিবিধি অনুযায়ী সব সুবিধা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ভুক্তভোগীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেন।

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। তবে এই নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ ১৮ বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে তারা চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত।