ফিলিস্তিনিরা দীর্ঘ ১৫ মাস পর নিজেদের বাড়ি উত্তর গাজায় ফিরছেন। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরও ছয় জিম্মিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দেওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেয়।
সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে শনিবার (২৫ জানুয়ারি) হামাস প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। এরপর ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে।
ইসরায়েল বলছে, হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা, সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না। পরে রোববার আরও ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তির নিশ্চয়তা দেয়।
এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে ফেরা শুরু করতে পারবেন। যুদ্ধবিরতির পরই গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে চাইছেন। এ জন্য তাদের নেটজারিম করিডর পার হয়ে আসতে হবে। কিন্তু ইসরায়েল সেখানে উপকূলীয় একটি মহাসড়ক অবরোধ করে রেখেছিলো। তারা উত্তর গাজায় ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের মহাসড়ক পার হতে দিচ্ছিলো না।