জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম।
আজ সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।
প্রসিকিউশন টিম থেকে বলা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনলাইন ফোরামে বিভিন্ন রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং সেই ভয়েস রেকর্ডগুলোর সূত্র, জিওলোকেশন এবং কণ্ঠের সুর এবং ইউনিকনেস সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কি-না, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টের নির্দেশনা চেয়েছি।















































