ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা এবং সাংবাদিকসহ বহু মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে দুই সাংবাদিকের মৃত্যুর খবরও জানিয়েছে আলজাজিরা।
এছাড়া, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামাসের অস্ত্র গুদাম এবং হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
এদিকে, একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন। এই আলোচনায় গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি এবং বিদেশি বন্দিদের মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে।
গাজার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, এবং আন্তর্জাতিক মহলের নীরবতা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে বলে জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।